ধুপপানি ও মুপ্পোছড়া ঝর্নায় বৃত্ত

২ দিন ৩ রাত | বিলাইছড়ি, রাঙ্গামাটি

ধুপপানি ও মুপ্পোছড়া ঝর্নায় বৃত্ত

ধুপপানি ও মুপ্পোছড়া ঝর্নায় বৃত্ত
এটি বৃত্ত-Britto Travel & Tourism এর একটি ট্রেকিং ইভেন্ট।

রাঙ্গামাটির বিলাইছড়ির অন্যতম সুন্দর তিনটি ঝর্ণা মুপ্পোছড়া, ন'কাটাছড়া এবং ধুপপানি ঝর্ণা।

ভ্রমণ পরিকল্পনাঃ

- ১ম দিন : রাতের নন-এসি বাসে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।
- ২য় দিন : সকালে কাপ্তাই পৌঁছে নাস্তা করে ট্রলারে করে কাপ্তাই লেক পার হয়ে বিলাইছড়ি গিয়ে হোটেলে ব্যাগপত্র রেখে বেড়িয়ে পড়বো ন’কাটা এবং মুপ্পোছড়ার উদ্দেশ্যে। বিকেলে বা সন্ধ্যার দিকে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার করে যে যার মতো শুয়ে পড়বো।
- ৩য় দিন : খুব ভোরে ট্রলারে করে ধুপপানি ছড়ার উদ্দেশ্যে উলুছড়ির দিকে যাত্রা শুরু। ২-২:৩০ ঘন্টা পরে উলুছড়ি পৌঁছে সেখান থেকে ১:৩০-২ ঘন্টার ট্রেকিং করে ধুপপানি ছড়া। আবার সেভাবেই ব্যাক করে ট্রলারে করে কাপ্তাই জেটি ঘাট। রাতের নন-এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।
- শেষ দিন : ভোর বেলায় ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ।

খরচঃ ৫,৯৯৯/- টাকা।
সদস্য সংখ্যাঃ ১২ জন।

যা যা পাচ্ছেনঃ
১। সকল ধরনের পরিবহন খরচঃ নন-এসি বাস, ট্রলার।
২। ২দিন মোট ৬ বেলা  খাবার,
৩। ১ঃ২ শেয়ার বেসিসে রুমে থাকার খরচ,
৪। গাইড খরচ,
৫। গ্রুপ টি-শার্ট।

যা যা পাচ্ছেন নাঃ
১। কোন রকমের ঔষধের খরচ,
২। কোন রকমের বীমা খরচ,
৩। কোন রকমের ব্যক্তিগত খরচ,
৪। যাওয়া-আসার সময় যাত্রা বিরতির খাবার খরচ।

এই ট্রিপের কিছু বিষয়ঃ
*** সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো।
*** প্রতিদিন প্রায় ৬-৭ ঘন্টা ট্রেকিং করতে হবে। খুব বেশি কঠিন কোনো ট্রেকিং ট্রেইল না, একটু হাঁটাহাঁটির অভ্যাস থাকলে খুব আরামসেই ট্রেইল শেষ করতে পারবেন ইনশাআল্লাহ।
*** চাইলেই খাবার পাওয়া যাবে এরকম কোনো জায়গা না এটা। থাকার ব্যবস্থাও সাধারন মানের হোটেল যেটা বিলাইছড়ি বাজারের বেস্ট অপশন।
*** পর্যাপ্ত শুকনো খাবার সাথে নিতে হবে সবাইকে। এছাড়া ইভেন্টের পক্ষ থেকে তো থাকবেই।
*** সবাইকেই ৩-৪ সেট ছবিযুক্ত নিজস্ব পরিচয়পত্রের ফটোকপি সাথে নিতে হবে মাস্ট।

বিঃদ্রঃ
১। ১ম কথা, এটা প্রায় পুরোপুরি ১টা ট্রেকিং এবং কিছুটা কষ্টকর রাফ ট্রেইল, তাই অনেক সমস্যার মুখোমুখি হতে পারি আমরা। অতএব, যারা এই কষ্ট মেনে নিতে নারাজ, তাঁদেরকে সবিনয়ে এই ইভেন্টে অংশগ্রহন না করার জন্যে বিনীত অনুরোধ করা হচ্ছে।
২। খাবার-দাবার, থাকা হবে সাধারণ মানের। লাক্সারিয়াস কিছু চিন্তাই করা যাবে না। সকালে নাস্তা করে রাতের ডিনারের আগ পর্যন্ত শুকনো খাবারই কেবল মাত্র ভরসা। অতএব, যা বোঝার বুঝে নিয়েন। তবে পর্যাপ্ত শুকনো খাবার দেওয়া হবে সবাইকে।
৩। প্রতি রুমে ২ জন এক খাটে। 
৪। ম্যালেরিয়া প্রতিষেধক সেবন করতে হবে সবাইকেই।

হ্যাপি ট্র্যাভেলিং...বি ট্র্যাভেলার 

Britto Travel & Tourism (বৃত্ত)
Room # 317 (2nd floor),
Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka-1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com 


Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism

Facebook Group : https://www.facebook.com/groups/BrittoTourism


প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon – 01911 254397,
2. Dr. Mazharul Islam Xion - 01911 722007,
3. Mehedi Hassan Shuvo - 01685 309156.