কাশ্মীর ভ্রমণে বৃত্ত (আপেল সিজন)

২৩-২৯ আগষ্ট, ২০২৪ | কাশ্মীর, ইন্ডিয়া

কাশ্মীর ভ্রমণে বৃত্ত (আপেল সিজন)

কাশ্মীর ভ্রমণে বৃত্ত (আপেল সিজন)

এটি Britto Tourism এর একটি বৈদেশিক ট্যুর

কাশ্মীর নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই, কাশ্মীরকে বলাই হয় ভূ-স্বর্গ জমিনে যেন এক টুকরো স্বর্গ শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, বেতাব ভ্যালি প্রতিটি জায়গা যেন তার অপরুপ সৌন্দর্য্যের পসরা সাজিয়ে বসে আছে

কাশ্মীর যাত্রা হবে বৃত্ত'র সাথে
#বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফোন করুনঃ +৮৮০১৬৮৫-৩০৯১৫৬,
+৮৮০১৮১১-৪৪৪৪৩৮..

ভ্রমণ: ২৩-২৯ আগষ্ট, ২০২৪।

যাত্রা শুরুঃ ২৩ আগষ্ট

ফিরবো: ২৯ আগষ্ট

বাজেটঃ ২৯,৯৯৯ টাকা (শ্রীনগর-শ্রীনগর)
(এয়ার ফেয়ার এই টাকার মাঝে অন্তর্ভুক্ত নয়)

আমাদের প্যাকেজে যা যা রয়েছে :
১। শ্রীনগর প্রতিদিন মূল ৩ বেলা খাবার খরচ,
২। শ্রীনগর ৩ রাত, হাউজবোট ১ রাত, পেহেলগাম ১ রাত থাকার খরচ (২/৩জন শেয়ার ব্যাসীস),
৩। সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ,
৪। শিকারা রাইড খরচ,
৫। শ্রীনগর সিটি ট্যুরের সকল এন্ট্রি ফি,
৬। পেহেলগাম ইউনিয়ন গাড়ি খরচ।

যা আমাদের প্যাকেজে নেই:
১।এয়ার ফেয়ার,
২। ব্যাক্তিগত কোন খরচ (মোবাইল বিল, মিনারেল ওয়াটার, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ),
৩। কোন ধরনের রাইড খরচ (গনডোলা রাইড, পনি রাইড/হর্স রাইড ইত্যাদি),
৪। ব্যক্তিগত শপিং খরচ,
৫। ট্যাভেল ট্যাক্স,
৬। শীতের কাপড়, বুট ভাড়া নেওয়ার কোন খরচ,
৭। প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ,
৮। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোন কারনে খরচ বেড়ে গেলে সেই এক্সট্রা খরচ।

বিস্তারিত প্লান :

দিন ০১ (২৩ আগষ্ট)
বিকালের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির জন্য রওয়ানা।
(কোন বেলার খাবার নেই)

দিন ০২ (২৪ আগষ্ট)
সকালের ফ্লাইটে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। আমাদের জন্য গাড়ি এয়ারপোর্ট এ অপেক্ষা করবে। গাড়িতে করে শ্রীনগর হোটেলে চেক-ইন করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো।
ব্রেকফাষ্ট (No), লাঞ্চ (No), ডিনার (Yes)

দিন ০৩ (২৫ আগষ্ট)
সকালে ব্রেকফাষ্ট করে শ্রীনগর সিটি ট্যুরে বেড়িয়ে পরবো। একে একে ঘুরে দেখবোঃ পরিমহল, চাশমী শাহি, নিশাত গার্ডেন, জামে মসজিদ। দুপুরের খবার খেয়ে পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। বিকেল নাগাদ পেহেলগাম পৌঁছে যাবো। পেহেলগাম হোটেলে চেকইন করে ফ্রেশ হয়ে আশেপাশে কিছুটা সময় কাটাবো। রাতে পেহেলগাম নাইট স্টে।
ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)

দিন ০৪ (২৬ আগষ্ট)
সকালে ব্রেকফাষ্ট করে চন্দনবাড়ী ও বেতাব ভ্যালীর উদ্দেশ্যে বেড়িয়ে পরবো। চন্দনবাড়ী ও বেতাব ভ্যালী দেখে ফিরে এসে লাঞ্চ করে নিবো। লাঞ্চ শেষ করে আমরা চলে যাবো ডাল লেক। হাউজবোট এ চেকইন করে ফ্রেশ হয়ে বিকেলে শিকারা রাইড করবো। রাতে হাউজবোটে নাইট স্টে।
নোটঃ শিকারা রাইড গ্রুপের পক্ষ থেকে থাকবে। যদি কোন কারনে বিকেলে শিকারা রাইড না করতে পারি তাহলে পরের দিন সকালে শিকারা রাইড করবো।
ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)

দিন ০৫ (২৭ আগষ্ট)
সকালে ব্রেকফাষ্ট করে হাউজবোট থেকে চেকআউট হয়ে গুলমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। Tanmarg To Gulmarg এর রাস্তা অসাধারন যা আপনাকে বিমোহিত করবে। গুলমার্গ আপনি চাইলে নিজ খরচে গনডোলা রাইড (ক্যাবল কার) করতে পারেন। গুলমার্গ এ ঘুরাঘুরি শেষে বিকেলের মধ্যে শ্রীনগর হোটেলে ব্যাক করবো। বিকেলে শ্রীনগর হোটেলে চেকইন করবো। ফ্রেশ হয়ে আশেপাশে ঘুরাঘুরি করবো। নাইট স্টে শ্রীনগর হোটেল।
ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)

দিন ০৬ (২৮ আগষ্ট)
সকালের ব্রেকফাষ্ট শেষে সোনমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু। পথে আমরা সুন্দর স্পটগুলোতে ব্রেক নিবো। সোনমার্গ গিয়ে কেউ চাইলে নিজ খরচে পনি (হর্স) রাইড করতে পারবেন। সোনমার্গ ঘুরে আমরা সবাই শ্রীনগর ফিরে আসবো। রাতে শ্রীনগর থাকবো।
নোটঃ সোনমার্গ আমরা প্যাকেট লাঞ্চ নিয়ে যাবো।
ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (Yes), ডিনার (Yes)

দিন ০৭ (২৯ আগষ্ট)
সকালে নাস্তা সেরে দুপুর ১২ টার মধ্যে হোটেল চেকআউট করবো। তারপর যার যার ফ্লাইট অনুসারে এয়ারপোর্ট চলে যাবো। এরপর সরাসরি ঢাকায় আসবো বা কেউ চাইলে দিল্লি বা কলকাতায় নাইট স্টে করতে পারবেন নিজ খরচে।
ব্রেকফাষ্ট (Yes), লাঞ্চ (No), ডিনার (No)

ভিসা : যাদের ভারতীয় ভিসা আছে পোর্ট যেদিক দিয়েই হোক সবাই আমাদের সাথে যোগ দিতে পারবেন যাদের ভিসা নেই তারা ভিসা করে নিতে পারেন এ ব্যাপারে আমরা সর্বোচ্চ হেল্প করবো

আসন সংখ্যা :
সর্বোচ্চ ৩৪ জন নিতে পারবো আমরা তাই দ্রুত কনফার্ম করুন

বুকিং সিরিয়াল অনুসারে বাস, লোকাল ট্রান্সপোর্ট ও হোটেল রুম সাজানো হবে। এই ক্ষেত্রে কোন ধরনের উজর আপত্তি চলবেনা।

কাশ্মীরে সাইট সিয়িং এর সময় লোকাল ট্রান্সপোর্টে প্রতিদিন সীট পরিবর্তন করে বসতে হবে। সবারই প্রতিদিন আগে-পিছে করে বসতে হবে। এ ব্যাপারে কোন আপত্তি থাকলে এই ট্যুর থেকে বিরত থাকার অনুরোধ রইলো।

সাইট সিয়িং এর কারণে দুপুরের খাবার একটু দেরি হবে। আশা করি বিষয়টি সবাই মানিয়ে নিবেন।

নির্দেশাবলীঃ
১.কনফার্ম করার জন্য আপনাকে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে কনফার্ম করতে হবে বাকী টাকা ট্যুরের এক মাস আগে সবার থেকে বুঝে নেওয়া হবে ।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)

আপনার প্যকেজটি তিনটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ

১। সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্মঃ
অফিস ঠিকানাঃ
Shop No:17 (2nd Floor)
Satmosjid Super Market
Mohammadpur Bus Stand

২। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম:

Acc Name: Mehedi Hassan Shuvo

Acc No: 1291440105698

Eastern Bank Ltd

Khilgaon Branch.

Routing Number: 095273671

৩। বিকাশ কিংবা রকেট এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
01685-309156 (Bkash Personal)
01911-254397 (Bkash Personal)

ভিসা সংক্রান্ত তথ্যঃ
ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবেঃ
১। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট
২। বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি/পানি বিলের কপি/টেলিফোন বিলের কপি
৩। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)
৪। চাকুরীজিবীদের খেত্রে NOC, ব্যাবসায়ীদের খেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের খেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার খেতে GO.
৫। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
৬। ২*২ সাইজের ছবি।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জম আদিতে হবে।
৮। ভিসা আবেদন ফর্ম।

যদি কোন কারনে গ্রুপ সাইজ ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাষ্টমাইজ প্যাকেজ করে দিবো। আমাদের কলকাতা ট্যুর ম্যানেজার পুরো ট্যুর পরিচালনা করবেন। ১৫ জনের কম টিম সাইজ হলে ট্যুর আমাদের কলকাতা ম্যানেজার পরিচালনা করবেন। সেক্ষেত্রে ঢাকা থেকে কোন হোস্ট সাথে যাবে না।

এই ট্যুরের স্পেশাল কথা :
-ছুটি কম থাকলে ঢাকা-দিল্লী-শ্রীনগর ফ্লাইটে যেতে পারবেন সেক্ষেত্রে বাজেট যেটা বাড়তি লাগবে সেটাই এড হবে
-সবাই শীতের কাপড় ও জুতা ভাড়া পাবেন
-সবার সম্মিলিত চেষ্টায় একটি সুন্দর ট্যুর হতে পারে বলে আমার বিশ্বাস তাই সবাই একটি পরিবারের মতো থাকার চেষ্টা করবেন
আমাদের সাথে ট্যুর করার কিছু নিয়ম যা আপনি মেনেই আমাদের সাথে এসেছেন বলে আমরা ধরে নিবো
১। কাশ্মির ট্যুর সবার জন্য একটি ড্রিম ট্যুর। আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি ট্যুরকেই যতটা সুন্দর ও আনন্দদায়ক করার। যেহেতু ট্যুরটি প্রায় ৭রাত ৭দিনের সেক্ষেত্রে সবাইকে সহযোগীতা করতে হবে। ট্যুর চলাকালীন যেকোন পরিবেশ পরিস্থিতিতে সবাইকে মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে।
২। আপনাকে অবশ্যই সামাজিক বন্ধুত্বপুর্ন হতে হবে কারন বন্ধুত্বপুর্ন মনোভাব ই পারে একটি ট্যুরকে প্রানবন্ত করে তুলতে।
৩। ট্যুরে প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসব কারনে কোন সমস্যা হলে সবাইকে মানিয়ে নেওয়ার মনমানসিকতা রাখবেন। মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয়। প্রাকৃতিক দূর্যোগ, গোলযোগ, রাস্তায় জ্যাম এসবের উপর যেহেতু আমাদের হাত নেই সেহেতু অযথা আমাদের দোষারোপ না করে কিভাবে এই সিচুয়েশান থেকে বের হওয়া যায় সে বিষয়ে সবার সহযোগীতা একান্ত কাম্য।
৪। হঠাত করে যেকোন বিপদ এসে হাজির হওয়া যেমন রাস্তায় ধর্মঘট হরতাল, এক্সিডেন্ট বা যেকোন কারনেই হোক খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে সবাই মিলে টা বহন করতে হবে। যেমন রাস্তায় সমস্যার কারনে অতিরিক্ত একদিন থাকতে হবে কিংবা উল্লেখিত হারে অতিরিক্ত টাকার বিনিময়ে ঢাকায় ফিরতে হবে তাহলে সবাই মিলে সেই টাকা বহন করবো।
৫। কোন কারনে সবাই মিলে প্ল্যানের বাহিরে ঘুরতে গেলে সেই খরচ সবাই মিলে বহন করতে হবে।
৬। আমাদের গাড়িগুলো প্রতিটা স্পটের নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাবে তারপর যেকোন রাইড নিজ খরচে করতে হবে যেমনঃ গনডোলা রাইড, পনি/হর্স রাইড। মোট কথা গাড়ি যে পর্যন্ত যাবে সেটার সকল খরচ আমরাই বহন করবো।
আশা করছি আমাদের প্ল্যানটি আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার তারপরেও কোন কিছু জানার থাকলে আমাদের সরাসরি ফোন করুনঃ +8801811444438, +8801685309156.

আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারন হলোঃ
১। ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনীক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২। আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মাপিক হয়ে থাকে। সবক্ষেত্রে পরিকল্পনামাপিক লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যাবস্থা আগ থেকেই রেডি করা থাকে যার কারনে কোথাও কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।
৩। স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যাবস্থা করা হয়ে থাকে।
৪। ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভার করা হয়।
৫। ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৬। একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রান চেষ্টা করা হয়।
৭। কোন ধরনের হিডেন চার্জ নেই।
৮। নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৯। আমাদের কাশ্মীর ট্যুরে একজন অভিজ্ঞ গাইড পুরো ট্যুর এ থাকবেন যাতে আমাদের ট্যুর প্ল্যান সঠিকভাবে পরিচালিত হয়।
১০। সোজাকথা আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে করতেন আমাদের ট্যুরগুলো সেভাবেই হয়ে থাকে।

যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবেঃ
১। স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২। ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩। মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪। দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫। হোটেলে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেনিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ২/৩জন)
এবং সাইট সিয়িং এর জন্য গাড়ীতে সবাইকে আগে-পিছনে করে বসতে হবে। এ ব্যাপারে কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না।
৬। খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮। যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
৯। সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে।
আপাতত বুকিং এর লাস্ট আসন খালি থাকা সাপেক্ষে।
এই ট্রিপ এ সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।

Britto Travel & Tourism (বৃত্ত)
Room: 317 (2nd floor),
Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka - 1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com

Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism
Facebook Group : https://www.facebook.com/groups/BrittoTourism

প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon: 01811-444438,
2. Mehedi Hassan Shuvo: 01685-309156.



Tour Gallery

Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery
Tour Gallery