২৬-২৯ ডিসেম্বর, ২০২৪ | সাজেক
বছরের শেষ সাজেক ট্রিপ
বছরের শেষ সাজেক ট্রিপ
এটি Britto Travel & Tourism (বৃত্ত) এর একটি ইভেন্ট।
সাজেকে পাহাড়ের গায়ে হেলান দিয়ে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায় – এ যেন এক স্বপ্নরাজ্য! বলছি সাজেক এর কথা।
ভ্রমণ তারিখঃ ২৬-২৯ ডিসেম্বর, ২০২৪।
রিসোর্টঃ ঝুমঘর, রুইলুই ইকো রিসোর্ট।
✅ যে সকল সুবিধাসমুহ এই প্যাকেজে থাকছেঃ
* ঢাকা-সাজেক-ঢাকা সমস্ত পরিবহন খরচঃ নন-এসি বাস, ট্যুরিস্ট জীপ
* ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার (হাইওয়েতে খাবার অন্তর্ভুক্ত নয়)
* বার-বি-কিউ (ডিনার)
* ঐতিহ্যবাহী খাবার (লাঞ্চ)
* দর্শনীয় স্থান বেড়ানো
* রিজার্ভ জীপ
* প্রবেশ ফী (সাজেক ঢোকার ও অন্যান্য স্পটের)
* ফ্রেশ রুম (১:৬)
* ট্রাভেল গাইড
* গাইডেন্স
✅ভ্রমণ পরিকল্পনাঃ
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার: ঢাকার বাস কাউন্টার থেকে রাতের বাসে যাত্রা শুরু।
২৭ ডিসেম্বর, শুক্রবার: খাগড়াছড়িতে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। সাজেক পৌছৈ রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিসোর্টে বিশ্রাম। বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাড়া, হ্যালিপেড এবং রুইলুই পাড়ায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।
২৮ ডিসেম্বর, শনিবার: নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে আর্মি এসকর্টে (এসকর্ট ১০-১০:৩০) করে দুপুরে খাগড়াছড়িতে এসে লাঞ্চ সেরে আলুটিলা গুহা এবং জেলা পরিষদ পার্কে যাবো। তারপর রাতের ডিনার করে বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।
২৯ ডিসেম্বর, রবিবার: ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।
✅আসন সংখ্যাঃ ১২/২৪ জন।
✅খরচঃ (কোন প্রকার হিডেন খরচ নেই)
৬,৮০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৪ জন শেয়ারিং)
৭,৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৩ জন শেয়ারিং)
৮,৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)
*** বিজনেস ক্লাস এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি ১,৭০০/- করে মূল প্যাকেজের সাথে যুক্ত হবে।
*** সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
*** বাচ্চাদের ক্ষেত্রে যদি বাস, জীপের সীট, খাবার-দাবার সব নেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্ট ফী ৪৫০০ টাকা হবে।
*** পরিস্থিতি বিবেচনায় প্ল্যানে যেকোন ধরনের গ্রহণযোগ্য পরিবর্তন হতে পারে।
*** ৪ জন শেয়ারিং বেসিসে হলে (২ জন বেড এবং ২জন এক্সট্রা ফ্লোরিং বেড)।
✅খাবার মেন্যু:
১ম দিন:
সকালের নাস্তা: পরটা, সবজি, ডিমের ওমলেট, চা / খিচুরি, ডিম, চা।
দুপুরের খাবার: সাদা ভাত, সবজি, ব্যাম্বু চিকেন, ডাল, সালাদ।
রাতের খাবার: পরাটা, চিকেন বার-বি-কিউ, সালাদ, সফট ড্রিংকস।
২য় দিন:
সকালের নাস্তা: খিচুরি, ডিম ভুনা, চাটনি/ভর্তা।
দুপুরের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁস/গরু/মুরগির মাংস, ডাল, সালাদ।
রাতের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁসে/গরু/মুরগির মাংস, ডাল, সালাদ।
✅ যে সকল দর্শনীয় ও ভ্রমণ স্থান রিজার্ভ জীপে করে বেড়ানো হবে:
* সাজেক (রুইলুই পাড়া ও কংলাক পাড়া)
* হেলিপ্যাড
* আলুটিলা গুহা
* জেলা পরিষদ পার্ক (ঝুলন্ত ব্রীজ)
✅ যা যা পাচ্ছেন নাঃ
- কোন ব্যক্তিগত খরচ,
- কোন ঔষধ,
- কোন ধরণের বীমা।
✅কনফার্ম করার নিয়মঃ
১. ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতি জন ৪,০০০/- টাকা (অফেরতযোগ্য) অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
২. টাকা পাঠানোর নিয়মঃ আগ্রহীরা ৪০৮০/- (01911 254397) পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করে সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা ব্যাংক বা অফিসে দেখা করেও টাকা দিতে পারেন।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারণে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।
Britto Travel & Tourism (বৃত্ত)
Room: 317 (2nd floor),
Sat Masjid Super Market,
Mohammadpur Bus Stand, Dhaka - 1207.
Email : brittotourism@gmail.com
Website : www.brittotourism.com
Facebook Page : https://www.facebook.com/pg/BrittoTourism
Facebook Group : https://www.facebook.com/groups/BrittoTourism
প্রয়োজনে যোগাযোগঃ
1. Tawhidul Islam Shawon: 01811-444438,
2. Mehedi Hassan Shuvo: 01685-309156.
Tour Gallery